
দেড়শো মেগাওয়াটের এলপিজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছে বেক্সিমকো লিমিটেড। বুধবার সকালে রাজধানীর গুলশানে বেক্সিমকো কার্যালয়ে জেনারেল ইলেক্ট্রনিক্সের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বেক্সিমকো লিমিটেডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি বলেন, এটি হবে দেশের প্রথম এলপিজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এর আগে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা ও জ্বালানি তেল ভিত্তিক পাওয়ার প্লান্টের উদ্যোগ নেয়া হয়েছে। তবে সরকার এখন বিকল্প মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে চায়।
সে লক্ষ্য বাস্তবায়নেই বেক্সিমকো লিমিটেডের এই উদ্যোগ। কেন্দ্রটি থেকে গড়ে প্রায় দেড়শো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এলপিজি ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎখাতে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করেন তিনি।
এই কেন্দ্র থেকে ২ বছরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করেন সালমান এফ রহমান।
দেশের প্রথম এলপিজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বেক্সিমকো
Tag: others
No comments: