ফুটবল থেকে ক্রিকেট, ২৪ ঘন্টায় জোড়া বিপর্যয় ইংল্যান্ডের
স্টাফ রিপোর্টার: ফুটবল থেকে ক্রিকেট, ২৪ ঘন্টায় জোড়া বিপর্যয় ইংল্যান্ডের৷ রাশিয়ার মাটিতে ক্রোয়েশিয়ার কাছে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে হ্যারি কেনদের৷ বিশ্বকাপ মঞ্চে ফুটবলে ধরাশায়ী হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এবার ক্রিকেটে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড৷ কুলদীপ-রোহিতের দাপুটে পারফর্ম্যান্সের কাছে হার স্বীকার ব্রিটিশব্রিগেডের৷ কুলদীপের স্পিন আর রোহিতের ব্যাটে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খড়কুটোর মতো উড়ে গেল মর্গ্যানের ইংল্যান্ড৷
লুজনিকি থেকে নটিংহ্যাম, হারের রাতে হ্যারি কেনেই ইংল্যান্ড আর
লুজনিকি থেক নটিংহ্যাম অনিজ্ঞতার জন্যই ডুবল ইংল্যান্ড৷ এগিয়ে গিয়েও শক্তিশালী ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততে পারেনি থ্রি লায়ন্স৷ আর বেয়ারস্টোরাও শুরুটা ভাল করে ধারাবাহিকতা দেখাতে না পারায় ম্যাচ হেরে বসল৷ রাশিয়া মাটিতে ১ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের খেলার ছন্দপতন হয়৷ ৬৮ মিনিটে পেরিসিচের গোলে ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া৷ এরপরও ক্রোটদের আক্রমণ থামাতে পারেনি ইংল্যান্ড৷ এক্সট্রা টাইমে অতর্কিতে আক্রমণে স্কোরলাইন ২-১ করে ক্রোয়েশিয়া৷ ১০৯ মিনিটে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের নির্ণায়ক গোলটি করেন মানজুকিচ৷ হ্যারি কেনের ইংল্যান্ডের গড় বয়স ২৫৷ মেগা সেমিফাইনালে ডিফেন্সে জোর দিয়ে ফ্রান্স যে চমকটা দিতে পেরেছে, সেটা করে দেখাতে ব্যর্থ ইংল্যান্ড৷ ক্রোয়েশিয়ার ফুটবলারদের চেয়ে অভিজ্ঞতায় পিছিয়ে থাকাকেই ইংল্যান্ডের হারের কারণ হিসেবে দুষছেন ফুটবলবোদ্ধারা৷

No comments: