
দেশের সংগীত শিল্পে কাজ করতে গেলে যেসব প্রতিবন্ধকতা পার করতে হয় সেগুলো নিয়ে সাজানো গান নিয়ে প্রকাশিতব্য অ্যালবামে মিউজিক কম্পোজার হিসেবে আত্মপ্রকাশ করছেন মার্ক ডন। ‘দ্বিতীয়া’ নামে ছয়টি গান নিয়ে এক অ্যালবামের মাধ্যমে নতুন এই পরিচয়ে পরিচিত হচ্ছেন তিনি। আগামী ৩ আগস্ট ডনের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে দ্বিতীয়া’র প্রথম গান ‘শেষ অধ্যায়’। তিনি অর্থহীন ব্যান্ডের ড্রামার হিসেবে কাজ করছেন।
নিজের ১০ বছরের মিউজিক ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়েই এই অ্যালবাম সাজানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার জীবনের গল্প থেকেই প্রত্যেকটি গান নেয়া। আমাদের দেশে সংগীত নিয়ে কাজ করতে গেলে যেসব প্রতিবন্ধকতা পার করতে হয় সেসব নিয়েই সাজানো হয়েছে অ্যালবামের গানগুলো।
ডিজিটাল মাধ্যমে অ্যালবাম প্রকাশ করা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে সিডি’র প্রচলন নেই বললেই চলে। শ্রোতারা যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মমুখী হয়েছেন তাই তাদের কথা বিবেচনায় নিয়েই ইউটিউবে গানগুলো প্রকাশ করা হচ্ছে।
‘শেষ অধ্যায়’ গানটিতে গিটার বাজিয়েছেন অর্থহীনের শিশির আহমেদ, অর্কেস্ট্রেশন করেছেন শাহরিন শাহরিয়ার, গানগুলো গেয়েছেন নাইম আকবর আকাশ।
সংগীতে প্রতিবন্ধকতা নিয়ে অ্যালবাম, কম্পোজার মার্ক ডন
Tag: Entertainment
No comments: