বিএনপিকে বাদ দিয়ে দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়’--দলটির নেতারা
বিএনপিকে বাদ দিয়ে দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।
জাতীয় প্রেসক্লাবে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলে সরকারকে অবশ্যই বিএনপির সঙ্গে সমঝোতায় আসতে হবে। সমঝোতায় না এলে সর্বদলীয় জাতীয় ঐক্য সৃষ্টি করে সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে? সুতরাং বিএনপি’র সঙ্গে সমঝোতায় আসতে হবে। সর্বদলীয় জাতীয় ঐক্য সৃষ্টি করে গণ বিস্ফোরণের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে জনগণের ভোট ছাড়া আবার একটা প্রহসন করে আবার ক্ষমতায় থাকতে পারে। সকল শক্তিকে একত্রিত করে জনগণকে সঙ্গে নিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারকে হঠানোর জন্য শপথ গ্রহণ করি, আমরা প্রতিহিংসার রাজনীতি ভবিষ্যতে করবো না।’
বিএনপিকে বাদ দিয়ে দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়’--দলটির নেতারা
Tag: others
No comments: