
আলো মেঘের মাঝে সূর্যের লুকোচুরি। বর্ষার এইতো খেলা। কাঠফাটা রোদের মাঝে হঠাৎতই ঝুম বৃষ্টি।এই যদি না হয় তাহলে তো বর্ষাকাল বলা বড্ডই বেমানান। আর বর্ষার আলো আধারীর মাঝেই প্রকৃতি যখন মাঝেমধ্যে সেজে বসে তখনই সাত রঙের খেলায় মেতে উঠে মহাকাশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত রাজধানী ঢাকার আকাশকে কিছুক্ষণের জন্য রাঙিয়ে চমকে দিয়েছিল ব্যতিক্রমী রংধনু। রংধনুটি সেজেছিল সূর্যকে কেন্দ্র করে। যার সৌন্দর্য উপভোগ করতে কিছুক্ষণের জন্য বাসার ছাদে ছুটে গেছেন অনেকেই।

বিরল এই দৃশ্য যারা দেখেছেন তারা দারুণভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেন। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। তবে এমন বৃত্তাকার রংধনু কখনও দেখেননি বলে অনেকেই মন্তব্য করেন।
জানা যায়, মূলত সূর্যগ্রহণের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে সাময়িকভাবে ঢাকা পড়ে যায় সূর্য। তখন এমন আলোর বলয় তৈরি হয়।
বৃত্তাকার রংধনু দেখে উচ্ছ্বসিত রাজধানীবাসী
Tag: others
No comments: