
কুমিল্লার চান্দিনায় ড. রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ২ নম্বর ক্যাম্পাস উদ্বোধন করতে যাওয়ার পথে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চান্দিনায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চান্দিনা উপজেলা কার্যালয় ও থানা ভবনের মাঝ দিয়ে অলি আহমেদ ও রেদওয়ান আহমেদ যাচ্ছিলেন। এ সময়ে ২০-২৫ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তারা হঠাৎ করে অলি আহমেদের গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। অলি আহমেদের পেছনেও একটি গাড়ি ছিল।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, ‘এখানে কোনো হামলা হয়নি। কে কোথা থেকে তার গাড়িতে ইট ছুঁড়েছে, তাতে তার গাড়ি ভেঙে গেছে।’
কুমিল্লায় অলি আহমেদের গাড়ি ভাঙচুর
Tag: others
No comments: