Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রেক্ষাগৃহে আট নায়িকার ‘প্রেমিক ছেলে’










আজ মুক্তি পেলো আট নায়িকার চলচ্চিত্র ‘প্রেমিক ছেলে’। ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন ছবির প্রযোজক আদনাদ আদি। কয়েক মাস আগে থেকে এফডিসিতে ছবির প্রচার করা হলেও বাইরে কোন প্রচার ছাড়াই ছবিটি আজ মুক্তি পেলো। ছবিটি পরিচালনা করেছেন মুকুল নেত্রবাদি।

ছবির মুক্তির বিষয়ে জানতে চাইলে ছবির পরিচালক মুকুল নেত্রবাদি বলেন, ‘আসলে আমার কাজ সিনেমা নির্মাণ করা। কবে মুক্তি পাবে সেটা প্রযোজকের বিষয়। আমি আমার মতো চেষ্টা করেছি ছবিটি ভালোভাবে নির্মাণ করতে। আমি মনে করি আমি সফল, এখন দর্শক যদি ছবিটি পছন্দ করেন তবেই আমার সার্থকতা।’

ছবির প্রযোজক ও নায়ক আদি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আজ সারাদেশে ১৭ টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিচ্ছি। এর মধ্যে ঢাকায় রাজমণি সিনেমা হলের রাজিয়াতে মুক্তি পেয়েছে।’

কেন নিরবে ছবিটি মুক্তি পাচ্ছে জানতে চাইলে আদি বলেন, ‘আমি আসলে চলচ্চিত্র রাজনীতির শিকার। যে কারণে বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি দিতে পারিনি। তবে যে হলগুলোতে আমি ছবিটি মুক্তি দিয়েছি আশা করি সেখানকার দর্শক ছবিটি আনন্দ নিয়ে দেখবেন।’



আদি আরো বলেন, ‘আমি আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছি। এর মধ্যে আমার প্রোডাকশন হাউজের একটি ছবি আছে, তাছাড়া আরো দুটি ছবিতে আমি নায়ক হিসেবে অভিনয় করছি। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। দর্শক যদি পছন্দ করেন তা হলে আরো কাজ করার ইচ্ছা রয়েছে।’

ছবির গল্প নিয়ে পরিচালক নেত্রবাদি বলেন, ‘আমি আমার মতো একটি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছি। এই ছবির গল্পে দর্শক দেখবেন একজন ছেলে যে কোন কারণে একাধিক মেয়ের সাথে প্রেম করেন, কেন করেন তা দেখতে হলে যেতে হবে। নতুন ধরনের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছি। আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন। আর এই ছবিতে একাধিক নায়িকা কাজ করেছেন গল্পের প্রয়োজনে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply