নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
স্কটল্যান্ডকে উড়িয়ে টি-২০ বিশ্বকাপে টাইগ্রেসরা
নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে সালমা খাতুনের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন নার্গিস সুলতানা। ওপেনার শামীমা সুলতানা ২২ এবং আয়েশা রহমানের ব্যাট থেকে আসে ২০ রান। স্কটল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন প্রিয়ারাজ চ্যাটার্জি।
টার্গেট খুব একটা কঠিন না হলেও টাইগ্রেস বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্কটিশ ব্যাটিং। ওপেনার সারা ব্রায়েচের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩১ রান। অধিনায়ক কাথরিন ব্রায়েচ করেন ২১ রান। বাকি কাউকেই দুই অংশ স্পর্শ করতে দেননি টাইগ্রেস বোলাররা। ২০ ওভারে ৭ উইকেটে ৭৬ রান তুলে সক্ষম হয় স্কটল্যান্ড। দলের হয়ে ২টি করে উইকে তুলে নেন রুমানা আহমেদ এবং নাদিয়া আখতার। অধিনায়ক সালমা এবং ফাহিমা খাতুন নেন ১টি করে উইকেট।
বাছাইপর্বের যাত্রাটা রাজকীয়ই হয়েছে রুমানাদের। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে শুরু। এরপর গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও আমিরাতকে উড়িয়ে দেওয়ার পর সেমিতে আজ ধ্বসিয়ে দিলো স্কটল্যান্ডকে।

No comments: