
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশের নারীরা। বিশ্বকাপের জন্য দ্রুতই শুরু হবে প্রস্তুতি। সালমা-জাহানারাদের নিয়ে দুই মাস ব্যাপী ক্যাম্প করতে চায় বিসিবি। সেই সাথে ঘরোয়াতেও ম্যাচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ক্রিকেট বোর্ডের।
এশিয়াকাপের পর বিশ্বকাপ বাছাই দুই প্রতিযোগিতায় দাপট দেখিয়ে জিতেছে সালমার দল। টানা খেলার ক্লান্তি ওদের চোখে মুখে। সামনে ব্যস্ত থাকতে হবে বিশ্বকাপের প্রস্তুতিতে। মানসিকভাবে চাঙ্গা হতে দরকার পর্যাপ্ত বিশ্রাম। দেশে ফিরেই ওদের ছুটিতে পাঠালো বিসিবি, সবাই ছুটে গেছেন নিজ নিজ পরিবারের কাছে।
বোর্ড কর্মকর্তাদের অবশ্য বিশ্রামের সুযোগ নেই। ওদের ব্যস্ত থাকতে হচ্ছে পরিকল্পনা সাজাতে। ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ চ্যালেঞ্জ কতোটা কঠিন হবে তা তো সাকিবদের পারফরমেন্সেই প্রমাণিত। তাই সতর্ক বিসিবি।
দারুণ সাফল্যের পর বদলে গেছে দৃষ্টিভঙ্গি। এখন আর ছোটখাটো অর্জনে থামতে চায় না টাইগ্রেসরা। বিশ্বকাপে ওদের নিয়ে বড় স্বপ্ন বুনছে ম্যানেজমেন্ট।
আন্তর্জাতিক সার্কিটের পাশাপাশি ঘরোয়াতেও শামিমা-ফাহিমাদের আরও বেশি ম্যাচ খেলাতে চায় বোর্ড।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে চায় বাংলাদেশ
Tag: games
No comments: