
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। তিনি বলেন, 'আমি এখনো আশা করি, বিএনপি নির্বাচনে আসবে। সবাইকে নিয়ে নির্বাচন করা হবে। তবে খালেদা জিয়ার কারাগারে থাকার ব্যাপারে আমাদের কিছু করার নেই।'
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন সিটি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সিইসি এসব কথা করেন।
ভোটে সবার জন্য সমান সুযোগ সম্পর্কে সিইসি বলেন, 'লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আছে এবং তৈরি থাকবে।'
কে. এম. নুরুল হুদা বলেন, 'বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছি। সভায় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছি। তাদের কথাও শুনেছি। আমরা আশা করি, তিন সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে।' তিনি আরো বলেন, ‘আমরা এবং তারা সকলেই আশা করি, তিন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে তিন সিটি নির্বাচন যাতে করে প্রশ্নবিদ্ধ না হয় এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী তা করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মেনে চলবেন বলেও যোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, ‘অভিযোগ যাতে না আসে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন। আর অভিযোগ তো আসবেই। অভিযোগ এলেও সেটা কতখানি সত্য, সেটা তো তদন্তের বিষয়।’
সংসদ নির্বাচনে আসবে বিএনপি, আশা সিইসির
Tag: others
No comments: