Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ঈদ সিনেমা ব্যবসায় এগিয়ে সুপারহিরো ও পোড়ামন টু






ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে ব্যবসায়িক সাফল্যের বিবেচনায় এগিয়ে সুপারহিরো এবং পোড়ামন টু। সবচেয়ে বেশি হলে মুক্তি পাওয়া চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া গড়পড়তা ব্যবসা করলেও দর্শক টানতে ব্যর্থ পাঙ্কু জামাই এবং কমলা রকেট। এর মধ্যে তিনটি সিনেমার মূল চরিত্রে আছেন শাকিব খান।

সর্বাধিক ১৩৫টি হলে মুক্তি পায় ঈদে চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া। প্রযোজকের দাবি ভালোই ব্যবসা করছে ছবিটি, কিন্তু দ্বিতীয় সপ্তাহেই অনেক হল থেকে নেমে যাচ্ছে শাকিব-বুবলির এ চলচ্চিত্র।


ঈদের ঠিক আগে সেন্সর পাওয়ায়, মাত্র ৮০টি সিনেমা হল পেলেও ভালো ব্যবসা করছে শাকিব-বুবলির আরেকটি সিনেমা সুপারহিরো। হল মালিকরা বলছেন, এ সিনেমা ঈদে বাঁচিয়ে দিয়েছে তাদের।

পাংকু জামাইও- শাকিব খান অভিনীত চলচ্চিত্র। অপু বিশ্বাসের সাথে তার রসায়ন এবারও নেয়নি ঈদ সিনেমার দর্শক। ৪০টি সিনেমা হলে মুক্তি পেলেও আশানুরূপ ব্যবসা করেনি ছবিটি।

একই অবস্থা ইমপ্রেসের ছবি কমলা রকেটের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো ভালো রিভিউর পরও স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমাসে ঈদের ৭দিন গড়ে ৪০ শতাংশ সিট খালি ছিলো বলে জানান দুই হলের কর্মকর্তারা।

তবে মাত্র চারটি সিনেমা হলে মুক্তি পেলেও সিয়াম-পূজাকে নিয়ে জাজের ছবি পোড়ামন টু ভাসছে প্রশংসায়। সিনেমাটির প্রায় সব শো হাউসফুল যাচ্ছে শ্যামলী ও বলাকায়। নারী দর্শকও আসছেন চোখে পড়ার মতো।

তবে ঈদ সিনেমার ব্যবসায়িক সাফল্য নির্ভর করছে ঈদের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের ওপর। যে সিনেমা এই দুই সপ্তাহে বেশি হল বরাদ্দ পাবে, হিট তকমা লাগবে তারই গায়ে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply