
গাজীপুরের কালিয়াকৈরের ভাতারিয়া এলাকার একটি বাড়ি থেকে ৬ মাস বয়সী এক শিশু অপহরণের দুই দিন পর টাঙ্গাইলের কালিহাতি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শিশুটির মা রোজিনা আক্তার জানান, মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া এলাকার শামসুল কবিরের বাড়িতে এক নারী বেড়ানোর কথা বলে শিশুটিকে অপহরণ করে পালিয়ে যায়। পরে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে মায়ের হাতে তুলে দেয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন তুহিন জানান, শিশুটি নিয়ে ওই নারী একটি বাড়িতে বিক্রি করতে গেলে তারা শিশুটিকে আটকিয়ে পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুরে অপহৃত শিশু টাঙ্গাইলে উদ্ধার
Tag: others
No comments: