দক্ষিণাঞ্চলের শিল্প উন্নয়নের কাজ এগিয়ে চলছে---’শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
ভোলা, বরিশাল এবং ঝালকাঠিতে গ্যাস লাইন সম্প্রসারণের কাজ চলছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার (৭ জুলাই) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় দক্ষিণাঞ্চলের শিল্প উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘ভোলা থেকে অতিশিগগিরই ঝালকাঠিতে গ্যাস আনা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে, নদীর তলদেশ থেকে পাইপলাইনের মাধমে এই গ্যাস কীভাবে আনা যায়, সেই কাজের প্রক্রিয়া চলছে। আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে যত কর্ম পরিকল্পনা রয়েছে, প্রত্যেকটি কর্ম পরিকল্পনা এই দক্ষিনাঞ্চলে সংগঠিত হচ্ছে।’
দক্ষিণাঞ্চলের শিল্প উন্নয়নের কাজ এগিয়ে চলছে---’শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
Tag: others
No comments: