
লিউড তারকাদের এক অপরের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রায় শোনা যায়। তেমনি এখন শোনা যাচ্ছে, আলিয়া ভাট ও রণবীর কাপুর দুজনেই প্রেমে হাবুডবু খাচ্ছেন। অবশ্য তাঁদের দুজনের মধ্যে কেউ স্বীকার করেননি প্রেমের কথা।
টাইমস অব ইন্ডিয়া খবরে জানা যায় ,বর্তমানে রণবীর দুটি বিষয়ে বেশ আলোচিত। এক, সাঞ্জু ছবি নিয়ে। সাঞ্জু ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করা রণবীর সবার কাছে বেশ প্রশংসিত হয়েছেন।এরইমধ্যে ছবিটি বক্স অফিস দখল করে নিয়েছে।
অন্যটি হলো, আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। বিশেষ করে মুকেশ আম্বানির ছেলে ও সোনম কাপুরের বিয়েতে দুজনকে একসঙ্গে দেখা যায়।
টাইমস অব ইন্ডিয়া আরো জানিয়েছে, সম্প্রতি রণবীরকে হঠাৎ আলিয়ার বাসা মুম্বাইয়ের জুহুতে দেখা গেছে। সেখানে অবশ্য আলিয়ার বাবা মহেশ ভাটও ছিলেন। মহেশ ভাট, আলিয়া ও রণবীরকে একসঙ্গে আলাপচারিতায় দেখা গেছে। তাঁদের এই আলাপচারিতা বলিউড পাড়ায় বেশ কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, আলিয়ার বাসায় রণবীরের যাওয়ার অবশ্যই কোনো কারণ থাকতে পারে।
এদিকে, বুলগেরিয়াতে আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং স্পটের সেট থেকেই রণবীর ও আলিয়ার দুজনের ভালো লাগা তৈরি হয়। এ বিষয়ে রণবীরকে জিজ্ঞেস করা হলে তিনি এড়িয়ে যান।
রণবীর ও আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া এই ছবিতে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন অভিনয় করেছেন।
আলিয়ার বাসায় রণবীর!
Tag: Entertainment
No comments: