Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শনিবার আরটিভিতে ‘খুঁজে ফিরি আপনায়’






অজিদ ও আদিবার বিয়ে হয়েছিল এক বছর আগে। বিয়ের পরপর তারা হানিমুন করতে নেপালে বেড়াতে যান। দুজনে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয় অজিদের।

ঠিক এক বছর পর ওই একই দিনে অজিদকে স্মরণ করতে আদিবা তার ভাই ভাবীকে সঙ্গে নিয়ে আবারও নেপালে আসে। আদিবা সেই পাহাড়ে যায় যেখানে তার স্বামীর মৃত্যু হয়েছিল।

সেখানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। আদিবা নেপালের সবখানে এখনও অজিদকে খুঁজতে থাকে যদি অজিদের দেখা পায়। আদিবার ধারণা অজিদ মরে নাই এখনও বেঁচে আছে। খুঁজতে খুঁজতে ঠিকই একদিন পেয়ে যায় অজিদকে।



তবে একা না, সাথে তার বিয়ে করা নতুন স্ত্রী নেপালের মেয়ে সাবিনা খানালকেও। দুজন মুখোমুখি দাঁড়ায়। কিন্তু অজিদ আদিবাকে চিনতে পারেন না, আর তিনি বলেন আমি অজিদ নই, আমি লুই।
আদিবা কী করবে ভেবে উঠতে পারে না। আবারও পিছু নেয় অজিদের। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘খুঁজে ফিরি আপনায়’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা, তানভীর, প্রসূন আজাদ, আসিফ নজরুলসহ অনেকে। শনিবার রাত ৮টায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি দেখানো হবে। নেপালে চিত্রায়িত নাটক ‘খুঁজে ফিরি আপনায়’ রচনা করেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন দীপু হাজরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply