
‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘একলা পাখি’ শিরোনামে গানগুলোর সঙ্গে পরিচিত অনেক শ্রোতা। গানগুলো গেয়েছেন ধ্রুব গুহ। খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন এই সংগীতশিল্পী। তাঁর নতুন গান ‘তোমার ইচ্ছে হলে’র মিউজিক ভিডিও মুক্তি পাবে আগামী বৃহস্পতিবার। গানটি সম্পর্কে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ধ্রুব গুহ।
এনটিভি অনলাইন : ‘তোমার ইচ্ছে হলে’ গানের ভিডিওর ট্রেইলার প্রকাশ হয়েছে। গানটি নিয়ে আপনি কতখানি আশাবাদী?
ধ্রুব গুহ : আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে আমরা প্রকাশ করতে যাচ্ছি। গানটি নিয়ে আমি শতভাগ আশাবাদী। আশা করছি, আমার সব গানকে ছাড়িয়ে যাবে ‘তোমার ইচ্ছে হলে’।
এনটিভি অনলাইন : আপনার প্রতিটি গানের ভিডিওতে একটা গল্প থাকে। এই গানের মধ্যে নতুনত্ব কী পাবেন দর্শক?
ধ্রুব গুহ : সাধারণত গানের সঙ্গে মিল রেখে ভিডিওর জন্য আমরা গল্প লিখি। তবে সবার আগে আমি গুরুত্ব দিয়ে থাকি গানকে। আমি সব সময় খেয়াল রাখি, ভিডিও যাতে গানকে ছাড়িয়ে না যায়। ‘তোমার ইচ্ছে হলে’ গানের ভিডিওটা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা গান। আশা করছি, সবার ভালো লাগবে। গানটির সুর করেছেন আহমেদ রিজভী। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কলকাতার টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে ভিডিওটি পরিচালনা করেছেন অরিত্র কর্মকার।
এনটিভি অনলাইন : গানের মডেল হিসেবে ওপার বাংলার ঝুমা বৌদি খ্যাত তারকা মোনালিসা কাজ করছেন এই মিউজিক ভিডিওতে। এ ছাড়া ভারতীয় টিভি সিরিয়ালের অভিনয়শিল্পী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রেমো কে, শাশ্বতী মজুমদার ও সুজিত বিশ্বাসও রয়েছেন। তাঁদের নিয়ে ভিডিও নির্মাণের বিশেষ কোনো কারণ আছে কী?
ধ্রুব গুহ : আমরা অনেক সময় মুখেই শুধু বলি, দেশের গান বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার কথা। কিন্তু কাজ করে সেটার প্রমাণ দেওয়া দরকার। এই গানের ভিডিওতে ভিন্ন মাত্রা রয়েছে। ভারতীয় শিল্পীরা রয়েছেন। পশ্চিমবঙ্গের শ্রোতারাও গানটি শুনবেন ও দেখবেন।
এনটিভি অনলাইন : আপনি একজন সংগীত প্রযোজকও। আপনার প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে সামনে নতুন কী চমক থাকবে?
ধ্রুব গুহ : আমরা প্রতি সপ্তাহে নতুন ও পুরাতন শিল্পীদের গান প্রকাশ করছি। এই ধারা অব্যাহত থাকবে। সামনে আরো নতুন নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আমরা হাজির হব।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। আপনি খুব কম গান করেন। ভবিষ্যতে গান নিয়ে আপনার পরিকল্পনার কথা জানতে চাই।
ধ্রুব গুহ : আমি এরই মধ্যে অনেকগুলো গানের রেকর্ডিং করেছি। যেগুলোর ভিডিও বানানোর কাজ এখন চলছে। ভিডিও বানানো হয়ে গেলে গানগুলো আমরা প্রকাশ করব। আমার নতুন গানের ভিডিওগুলোতে থাকবে নতুন চমক।
ধ্রুবর মিউজিক ভিডিওতে ‘ঝুমা বৌদি’
Tag: Entertainment
No comments: