ভবিষ্যতের জন্য রোনাল্ডোকে শুভেচ্ছা পেলের
লিসবন: শেষ ষোলোর লড়াই হেরে বিশ্বকাপ মঞ্চ থেকে ফিরে গিয়েছেন৷ কয়েকদিন আগেই ঘোষণা করেছেন রিয়াল ছাড়ার কথা৷ জুভেন্তাসের জার্সি গায়ে গলিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এই মুহূর্তে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফরোয়ার্ড রোনাল্ডোকে তাঁর নতুন চ্যালেঞ্জের জন্য শুভেচ্ছা জানালেন ফুটবল কিংবদন্তি পেলে৷ নিজের ক্লাব কেরিয়ারে সঙ্গে রোনাল্ডোর ক্লাব কেরিয়ারের তুলনা টেনে পেলে বলেন, ‘চ্যাম্পিয়নরা কখনো নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায়না৷’
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের পর এবার রোনাল্ডোর ক্লাব তালিকায় যোগ হল আর একটি বড় নাম, জুভেন্টাস৷ ইউরোপের দুটি বড় ক্লাবে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছেন সিআর সেভেন৷ শেষ দুটি ক্লাবের হয়ে পাঁচবার ইউরোপ সেরার খেতাব জিতেছেন৷ এখন ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে রেডি হয়েছেন ফুটবলের ‘মিস্টার হট’৷ শেষ কয়েক বছরে ‘মেসি সেরা’ এই প্রবাদবাক্যকে বারে বারে ভুল প্রমাণ করার ইচ্ছা নিয়েই মাঠে নেমেছেন পর্তুগাল ফুটবলের রাজপুত্র৷ যেখানে মেসি গোটা ফুটবল জীবন কাটিয়ে দিলেন বার্সেলোনায় সেখানে রোনাল্ডোর ঝুলিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল এবং জুভেন্তাসের মত ক্লাবের নাম লেখা থাকবে ভবিষ্যৎ-এ৷ আর এটাই মেসি এবং রোনাল্ডোর ফ্যানদের তর্কের বিষয় হয়ে থেকে যাবে৷
সিআর সেভেনের নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে কিংবদন্তি পেলে টুইট করেন, ‘অভিনন্দন ক্রিশ্চিয়ানো! একটা ক্লাবে অনেক দিন কাটানোর পর নতুন
ভবিষ্যতের জন্য রোনাল্ডোকে শুভেচ্ছা পেলের
Tag: games

No comments: