Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ‘সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে - প্রধানমন্ত্রী ’






পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের গতিধারাও অব্যাহত থাকবে।’

 শনিবার (৭ জুলাই) সকালে রাজধানীর মতিঝিল ও আজিমপুরে কর্মকর্তা-কর্মচারিদের জন্য ১০টি আবাসিক ভবন উদ্বোধন করে এ কথা বলেন শেখ হাসিনা।

এ সময় নবনির্মিত এসব ভবনের রক্ষণাবেক্ষণ নিজেদেরই করার দায়িত্বও বাসিন্দাদের নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন- ‘গ্যাস, বিদ্যুৎ ব্যবহারেও মিতব্যয়ী হতে হবে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা ৮ থেকে ৪০ শতাংশে উন্নীত করার নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজধানীর বুকে গড়ে উঠলো এই বহুতল ভবনগুলো।


নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নির্মিত হয়েছে ২০ তলা বিশিষ্ট ৪টি ভবন। বন্দোবস্ত হয়েছে ৫৩২ টি ফ্ল্যাটের। শনিবার নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন- সত্যিকারের উন্নয়ন হয়েছে বলেই, দেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে।

এরপর, রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতেও উদ্বোধন করা হয় আলাদা নতুন ভবনের। যেখানে ২০তলা বিশিষ্ট ৬টি ভবনে ৪৫৬টি আবাসিক ফ্ল্যাটের বন্দোবস্ত রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীকে নিয়ে এর উদ্বোধন করেন সরকার প্রধান শেখ হাসিনা।

উদ্বোধনী পর্বের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আবাসন সমস্যা নিরসনে এসব প্রয়াস শুধু রাজধানী বা বিভাগীয় পর্যায়ে নয় বরং ক্রমেই সম্প্রসারিত হবে জেলা ও উপজেলা স্তরেও।

নাগরিক সুবিধার মানোন্নয়নে নগর থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন প্রকল্প চলমান উল্লেখ করে প্রধানমন্ত্রী নতুন এসব ভবনের রক্ষণাবেক্ষণেও মনোযোগী হওয়ার আহ্বান জানান বাসিন্দাদের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply