Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ৪ মাসে ২১ কেজি ওজন ঝরালেন এই নায়িকা!






২০১৫ সালের 'দম লাগাকে হাইসা' ছবির কথা মনে আছে সবার? সেখানে নাদুস-নুদুস বড় চুলওয়ালা নায়িকার কথা মনে আছে নাকি? আয়ুষ্মান খুরানার স্ত্রী'র চরিত্রে দুর্দান্ত অভিনয় করে তাক লাগানো সেই  নায়িকার কথাই বলছি।  সে আর কেউ নয়, এ হচ্ছে ভূমি পেদনেকর।

 তবে সেই নাদুস-নুদুস নায়িকা কিন্তু আর নেই, সে এখন ২১ কেজি ওজন ঝড়িয়ে ফেলে সুন্দর আকর্ষণীয় নায়িকাতে পরিণত হয়েছেন। মাত্র চার মাসের ব্যবধানে ভূমিকে আর চেনাই যাচ্ছে না। মেদ ঝড়িয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। চার মাসে ২১ কেজি ওজন কমানো কম পরিশ্রমের কাজ নয়। ভূমির আপাদমস্তক দেখে বোঝা যাচ্ছে, তিনি যথেষ্ট সফল।

এর আগে নেহা ধুপিয়ার সঞ্চালনায় ‘বিএফএফ উইথ ভোগ’ নামের একটি চ্যাট শোতে ভূমির যৌনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আয়ুষ্মান। চ্যাট শোতে নেহা আয়ুষ্মানকে প্রশ্ন করেন, কতক্ষণ তিনি যৌন মিলন ছাড়া থাকতে পারেন। নায়ক জানান, বাইরে শুটিং থাকলে যৌনতার সুযোগ থাকে না।

এরপরই আসে ভূমির পালা। ভূমির হয়ে উত্তরটা আয়ুষ্মানই দিয়ে দেন। বলেন, এক ঘণ্টার বেশি নাকি ভূমি যৌনতা ছাড়া থাকতে পারেন না!






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply