সুনির্দিষ্ট অভিযোগেই পানামা-প্যারাডাইসে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ’--দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ
কাউকে হয়রানির উদ্দেশে নয়, পেপারসে আসা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘মানিলন্ডারিং হচ্ছে কিনা সেটা জনগণেরও জানার অধিকার রয়েছে। সেজন্য পানামা ও প্যারাডাইস পেপারসে নাম আসা বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ প্যারাডাইস পেপারসে নাম আসা বাংলাদেশের ৩ ব্যবসায়ীকে তাদের সম্পদের হিসাব জমা দিতে দুদকে তলব করলেও শুধু একজন ব্যবসায়ী উপস্থিত হন। প্যারাডাইস কেলেঙ্কারিতে নাম আসা ইন্ট্রেপিড গ্রুপের কর্ণধার ফারহান আকিবুর রহমান সকালে দুদক কার্যালয়ে আসেন। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করছে দুদক।
ইকমাল মাহমদু বলেন, ‘আসলে মানি লন্ডারিং হয়েছে কিনা বা মানি লন্ডারিংয়ের মাধ্যমে কেউ অবৈধ সম্পদ অর্জন করেছে কিনা সেটা সবারই জানা দরকার। এই তদন্তের উদ্দেশ্য কাউকে হেনস্তা করা নয়।
সুনির্দিষ্ট অভিযোগেই পানামা-প্যারাডাইসে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ’--দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ
Tag: others
No comments: