যুক্তরাজ্যে পৌঁছেছেন ট্রাম্প
যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার দিনের সফরে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করেন ট্রাম্প। খবর সিএনএন।
ব্রিটেন সফরে তার সঙ্গী ১ হাজার স্টাফ, প্লেন, হেলিকপ্টার ও বোমা প্রতিরোধক মার্কিন প্রেসিডেন্টের গাড়ি ‘দ্য বিস্ট’। এটি আনুষ্ঠানিক কোনো সফর না হলেও চেকারে প্রধানমন্ত্রী থেরেসা মে এবং উইন্ডসর ক্যাসেলে রাণী এলিজাবেথের সঙ্গে দেখা করার সময় লাল গালিচা সংবর্ধনা পাবেন ট্রাম্প।
এদিকে বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরে রওনা হওয়ার আগে বিক্ষোভের মুখে পড়ার হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ব্রিটিশরা আমাকে অনেক পছন্দ করে।
এদিকে ট্রাম্পের সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক আরও মজবুত হবে এবং ভবিষ্যতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
এক বিবৃতিতে থেরেসা মে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক আছে। তাদের চেয়ে ঘনিষ্ঠ মিত্র আর নেই। আর আগামীতেও তাদের চেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কেউ হবে না।
Tag: world

No comments: