
ভারতে বৃষ্টি অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, যমুনা-ব্রহ্মপুত্র ও গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি অব্যাহত থাকবে।
পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরে। তিস্তায় পানি কিছুটা কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। এতে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও উলিপুরে নতুন করে প্লাবিত হয়েছে ১০ গ্রাম। পানিবন্দি ৬০ হাজার মানুষ। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বাড়ায় বন্যাদুর্গত কয়েকশ পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে।
বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বিভিন্ন নদ নদীর ৪৯টি পয়েন্টে পানি বেড়েছে, কমেছে ৪৩টির। বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৭ টি পয়েন্টে।
কাজিপুর পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপরে
Tag: others
No comments: