Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » লাঞ্চের আগেই প্যাভিলিয়নে ফিরল ‘টপ থ্রি’







ট্রেন্ট ব্রিজেও ভারতের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত৷ লাঞ্চের আগেই প্যাভিলিয়নের পথ ধরলেন ভারতের প্রথম তিন ব্যাটসম্যান৷ সুতরাং প্রথম দু’টি টেস্টের মতোই ট্রেন্ট ব্রিজেও ব্যর্থ ব্যর্থতা টিম ইন্ডিয়ার৷

পাঁচ টেস্টের সিরিজে ০-২ পিছিয়ে থেকে ট্রেন্ট ব্রিজে খেলতে নামে কোহলি অ্যান্ড কোং৷ এদিন টস জিতে কোহলিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷ প্রথম ঘণ্টায় ভারতীয় ওপেনাররা সফল হলেও দ্বিতীয় ঘণ্টায় ভারতকে বড় ধাক্কা দেন ইংরেজ পেসার ক্রিস ওয়কস৷ ৬.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান খরচ করে তিন উইকেট তুলে নেন ইংরেজ অল-রাউন্ডার৷

ট্রেন্ট ব্রিজের ব্যাটিং সহায়ক পিচে প্রথম ঘণ্টায় কোনও উইকেট না-হারিয়ে ৪৩ রান তুললেও পরের ঘণ্টায় মাত্র ২৩ রানে তিন উইকেট হারায় ভারত৷ ওয়কসের মিলিটারি মিডিয়াম গতির কাছে আত্মসমপর্ণ করে ভারতীয় টপ-অর্ডার৷

তৃতীয় টেস্টে কোহলির দলে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে৷ উইকেটের পিছনে ও ব্যাট হাতে দীনেশ কার্তিকের পারফর্ম্যান্স সেরকম ভাল নয়৷ দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে দীনেশের ব্যাটে এসেছ মাত্র ২১রান৷ সেকারণে তাঁর পরিবর্ত হিসেবে এদিন ভারতীয় দলে সুযোগ পেলেন নবাগত ঋষভ পন্ত৷ নটিংহ্যামেই টেস্ট অভিষেক হল ঋষভের৷

সেই সঙ্গে দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ৷ স্পিনার কুলদীপের পরিবর্তে খেলছেন বুমরাহ৷ ওপেনার মুরলী বিজয়ের পরিবর্তে দলে শিখর ধাওয়ান৷ ছয় ব্যাটসম্যান, তিন পেসার, এক স্পিনার ও এক অল রউন্ডার নিয়ে দল সাজালেন কোহলি৷

ভারতের হয়ে টেস্টে অভিষেক ঋষভ পন্তের৷ ট্রেন্ট ব্রিজে এদিন ঋষভের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ দেশের ২৯১ তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হল ঋষভের৷ সেই সঙ্গে ভারতের পঞ্চম কনিষ্ঠ উইকেটকিপার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন ঋষভ৷ ২০ বছর ৩১8 দিন বয়সে ক্রিকেটের দীর্ঘমেয়াদি ফর্ম্যাটে ডেবিউ করলেন বাঁ-হাতি এই কিপার ব্যাটসম্যান৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply