Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » চোখে-মুখে ব্যথার যন্ত্রণার ছাপ স্পষ্ট এক হাতেই ব্যাট করলেন তামিম





এক হাতেই ব্যাট করলেন তামিম

ক্রিকইনফো ততক্ষণে জানিয়ে দিয়েছে ইনিংসের দ্বিতীয় ওভারে পাওয়া চোটে এশিয়া কাপই শেষ হয়ে গেছে তামিম ইকবালের। অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তারপরই দলের প্রয়োজনের সময় ব্যাট হাতে নেমে পড়েছেন তামিম। এক হাতে ব্যাট করেছেন।

সেঞ্চুরি পার করে মুশফিক তখন ক্রিজে। নবম ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজ রানআউট হয়ে সাজঘরে হাঁটা দিলেন। বাংলাদেশের ইনিংস শেষ বলে ধরে নেয়ার সময়! কেননা ফিজ আউট হওয়ার কিছু আগেই হাতে ব্যান্ডেজ বেঁধে গলায় ঝুলিয়া রাখা তামিম ইকবালকে দেখা গেছে ড্রেসিংরুমে।

সেই তামিম ৪৭তম ওভারের শেষ বলে নেমে গেলেন। ব্যান্ডেজে বাধা বাঁ-কব্জির গ্লাভসের বন্ধনীও আটকাতে পারেননি। চোখে-মুখে ব্যথার যন্ত্রণার ছাপ স্পষ্ট। পরে এক হাতে ব্যাট চালিয়ে মুশফিককে স্ট্রাইক দিলেন।

তাতে বাংলাদেশের রানটা বাড়ল আরও ৩২। তামিম ইনিংসের শুরুতে করা দুই রানেই অপরাজিত থাকলেন। মুশফিক ফিরলেন শেষ ব্যাটসম্যান হিসেবে, ১১ চার ও ৪ ছক্কায় ১৪৪ রানে। বাংলাদেশের সংগ্রহ ২৬১।

এর আগে শনিবার দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নেমে ইনিংসের দ্বিতীয়

ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। চোট পান তামিম। সুরাঙ্গা লাকমলের বাউন্সার পুল করতে যেয়ে বাঁ-হাতের গ্লাভসে বল লাগান।

তখন ব্যথার যন্ত্রণা নিয়ে দ্রুত মাঠ ছেড়ে যান তামিম। পরে সোজা হাসপাতালে। সেখান স্ক্যান করিয়ে ড্রেসিংরুমে ফিরলেন তো ঠিকই, তবে মাঠে নামা সম্ভব নয় এমন খবর নিয়ে। জানা যায় বাঁ-কব্জির ওপরে বৃদ্ধাঙ্গুলির জোড়ায় চিড় ধরা পড়েছে তার। সেই চোটে এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন বলে খবর দেয় ক্রিকইনফো। ওয়েবসাইটটি তাদের লিড নিউজে লেখে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তামিমকে।

সেখান থেকেই ফিনিক্স পাখির মতো জেগে ওঠা তামিমের দেখা মিলল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply