
সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটির ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলার খবর অস্বীকার করেছে ।
জানা গেছে, দিনের শুরুর দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে রাজধানী দামেস্কের কাছে মেজ্জেহ বিমানঘাঁটির একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটে।
এর আগে, বিভিন্ন খবরে দাবি করা হয়েছিল যে, মেজ্জেহ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকিয়ে দিয়েছে। কোনো কোনো সূত্র দাবি করেছিল, মেজ্জেহ ঘাঁটিতে বিমান হামলা হয়েছে।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হামলার জন্য ইসরাইল দায়ী এবং ওই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে একটি সামরিক সূত্র বলেছে, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে বিস্ফোরণটি ঘটেছে। এ ঘাঁটিতে ইসরাইলের পক্ষ থেকে কোনো হামলা হয় নি।
সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর ইসরাইল সিরিয়ার ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। তবে সিরিয়াও ইহুদিবাদী ইসরাইলের হামলার জবাব দিচ্ছে মাঝেমধ্যেই।
ইসরাইলি হামলার কথা অস্বীকার করল সিরিয়া
Tag: world
No comments: