Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশ ৮ উইকেটে জয়ী




জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশ ৮ উইকেটে জয়ী সাভারে বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে সৌম্য-এবাদতের ঝলকে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। টস জিতে ব্যাট করতে নেমে মাসাকাদজার সেঞ্চুরিতে ১৭৮ রান করে সফরকারীরা। ১৯ রানে ৫ উইকেট নেন এবাদত। জবাবে সৌম্যর হার না মানা সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় বিসিবি একাদশ। সকালে বিসিবি একাদশের বোলারদের তোপের মুখে পড়ে মাসাকাদজা বাহিনী। ৭ রান তুলতেই ক্রেইগ এরভিনকে জাকিরের ক্যাচে পরিণত করে পেসার এবাদত হোসেন। এরপর মাসাকাদজার সঙ্গে হাল ধরতে আসেন অভিজ্ঞ টেলর। তবে সাইফুদ্দিন-এবাদতের তোপে ফিরে যান টেলর-উইলিয়ামস। দাঁড়াতে পারেন নি সিকান্দার রাজাও। মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তবে, এক প্রান্ত আগলে রেখে লিস্ট এ ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তাকে যোগ্য সঙ্গ দেন চিগুম্বুরা। ৪৭ রান করে সাইফুদ্দিনের ২য় শিকারে পরিণত হন তিনি। এরপর টিকতে পারেন নি মাসাকাদজাও। ১৭৮ রানেই থামে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে বেশ দেখেশুনে ব্যাট চালাতে থাকেন বিসিবি একাদশের ওপেনার মিজানুর রহমান এবং ফজলে রাব্বি। তবে ১১ রানেই ভাঙ্গে জুটি। রান আউটের খাঁড়ায় কাটা পরেন মিজান। রাব্বি-সৌম্য মিলে ৫০ রানের কোটা পার করেন বিসিবি একাদশের। এরপরই সিকান্দার রাজার বলে ব্যক্তিগত ১৩ রানে আউট হন রাব্বি। ক্রিজে আসেন মোসাদ্দেক সৈকত। এরপর বিকেএসপির ৪ নম্বর মাঠে স্ট্রোকের ফুলঝুরি ছোটান সৌম্য। তুলে নেন ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। সহজ জয় পায় বিসিবি একাদশ। স্কোর: জিম্বাবুয়ে ১৭৮/১০ (৪৫.২) মাসাকাদজা ১০২, চিগুম্বুরা ৪৭; এবাদত ১৯/৫, সাইফুদ্দীন ৩২/৩। বাংলাদেশ ১৮১/২ (৩৯) সৌম্য ১০২*, মোসাদ্দেক ৩৩*; রাজা ২১/১। ফলাফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply