Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভারতে নারীরা পেলো ট্রেন চালানোর দায়িত্বভার






ভারতের নারী ট্রেন চালকের হাতে এবার ট্রেন চালানোর ভার তুলে দেয়া হয়েছে। পুরুষ চালকের পাশাপাশি তারাও সেখানে শতভাগ সফল, সেটা ইতোমধ্যেই প্রমাণ করেছেন। এবার শুধু ট্রেনের স্টিয়ারিং হাতে নয়, বরং গোটা ট্রেনের দায়িত্বভার নিজেদের হাতে নিয়ে নিয়েছেন নারীরাই।


 ভারতজুড়ে চার দিকে দশভূজা দেবী দুর্গার আবাহন চলছে। দেবীপক্ষের সূচনাও হয়ে গিয়েছে সোমবারই। সেই সূচনা লগ্নেই অন্য দেবীদের আগমন ঘটল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়।

তবে সেই দেবীরা কেউ ধরবেন ট্রেনের স্টিয়ারিং, কেউ দেখবেন সামনে-পেছনের অবস্থান। কেউ আবার যাত্রীদের নিরাপত্তায় চালাবেন কড়া নজরদারি। কেউ আবার ট্রেনের অবস্থান জানাবেন ওয়াকি-টকিতে।

ভারতীয় রেল নারী চালক সৌমিতা রায় বলেন, 'প্রথম থেকে এই কাজটা করার টার্গেট ছিলনা। কিন্তু এখানে আসার পর এই কাজটা করার আগ্রহ পেয়ছি।'

পশ্চিমবঙ্গ রাজ্যে নারী যাত্রীদের জন্য মাতৃভূমি নামের লোকাল ট্রেন এর মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। সেই ট্রেনের চালক এতদিন ছিলেন পুরুষেরা। কিন্তু সেই দৃশ্য বদলে যাচ্ছে। এবার নারীদের এই লোকাল ট্রেন চালাবেন নারী চালকরাই।

ভারতীয় রেল নারী গার্ড সবিতা সাউ বলেন, 'প্রথমে আমার কাছে মনে হয়েছিল আমি এই কাজ করতেই পারবো না। কিন্তু এখন কাজটা করতে পারছি এবং ভালো লাগছে।'




শুধু ট্রেন চালানোই নয়, ওই ট্রেনের নিরাপত্তাও দেবেন নারী নিরাপত্তা রক্ষীরা। এতদিন নিরাপত্তার ভারও ছিল পুরুষ রক্ষীদের হাতে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply