sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইট ইস ওভার গৌতি’, অবসরে আবেগঘন গম্ভীর
নয়াদিল্লি: বাইশ গজ হোক কিংবা ড্রেসিংরুম, নেতিবাচক কোনও শব্দ পনেরো বছরের বর্ণময় কেরিয়ারে সবসময় তাড়া করে ফিরেছে তাঁকে। জাতীয় দল হোক কিংবা কোনও ফ্র্যাঞ্চাইজি দল, ওই নেতিবাচক শব্দ সুখের সময় স্থায়ী হতে দেয়নি তাঁর কেরিয়ারে। ২০১৪ আইপিএলে নাইট রাইডার্সের হয়ে টানা তিন ম্যাচে প্যাভিলিয়নে ফিরেছিলেন শূন্য রানে। আবার ওই বছরেই ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের শেষ দুটি ম্যাচে সুযোগ পেয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন গৌতম গম্ভীর। এই সময়গুলোতে যেন নেতিবাচক শব্দগুলো কষিয়ে থাপ্পড় দিয়েছিল তার গালে। সবকিছু ছাপিয়ে ২০১৬ ফের ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। রাজকোটে অজিদের বিরুদ্ধে ওটাই ছিল ছিল জাতীয় দলের জার্সিতে শেষ মাঠে নামা। ২০১৭ আইপিএল মরশুম এক অর্থে ঘরে ফেরা ছিল তাঁর কাছে। সেখানেও নিজেকে আর মেলে ধরতে পারেননি। তাই অবসরের জল্পনা চলছিলই। অবশেষে নেতিবাচক সেই শব্দগুলোর সঙ্গে গম্ভীরের অদৃশ্য লড়াই শেষ হল মঙ্গলবার। অবসরের প্রাক্কালে আবেগঘন ভিডিও বার্তায় গম্ভীরের গলায় সেই ‘ইট ইস ওভার গৌতি’ শুনলে দু’চোখের কোন চিকচিক করে উঠতে বাধ্য অনুরাগীদের। তিন ফর্ম্যাট মিলিয়ে দশহাজারের বেশি রানের মালিক, সর্বোপরি ভারতের দু’টি বিশ্বকাপ ফাইনালে জয়ের নায়ক অবসর ঘোষণা করলেন মঙ্গলবার। তাই অবসরের আগে ইন্টারনেটে পোস্ট করা এক ভিডিওতে সমর্থক-অনুরাগীদের কিছু বার্তা দিয়ে গেলেন দিল্লীর বাঁ-হাতি স্টাইলিশ এই ওপেনারটি। ২০১১ বিশ্বকাপ ফাইনালে যার ৯৭ রানের মূল্যবান ইনিংস গেঁথে রয়েছে অনুরাগীদের হৃদয়ে। কম যায় না ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ৫৪ বলে ৭৫ রানের ইনিংসটিও।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply