Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত




মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-র‌্যালি,আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ-২০১৯ ইং) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর অংশ হিসাবে এদিন সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব প্রদান করেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। এ সময় উপস্থিত ছিলেন,গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম,জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি,বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন-এর প্রতিনিধি ও গাংনী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর যশোর অঞ্চল সমন্বয়কারী খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে ফিতা কেটে ২দিন ব্যাপি নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম,জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি,বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন-এর প্রতিনিধি ও গাংনী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান। সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুর রশীদ,আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বুলবুল আহমেদ,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী অঞ্চল সমন্বয়কারী হেলাল উদ্দীনসহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষরা। আলোচনা সভার আগে অতিথিবৃন্দ গাংনী উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শিত উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ,জাতীয় কন্যাশিশু এডভােকেসি ফােরামের মেহরপুর জেলা শাখা, পিপিজি,পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি,ব্র্যাক,সন্ধানী সংস্থা,সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা,রুরাল ভিশন (আরভি),মুক্তি-নারী ও শিশু উন্নয়ন সংস্থা,আদর্শ মহিলা কল্যাণ সমিতি,ভিটাপাড়া নারী কল্যাণ সমিতি,মা ও মুন্না নারী কল্যাণ সংস্থা,পাকুড়িয়া নারী কল্যাণ সমিতি,দিপশিখা ও আলোর ঠিকানা নারী কল্যাণ সমিতি,প্রতিবন্ধী জাগরণী সংস্থা,সূর্যোমুখি মহিলা কল্যাণ সমিতি,নেকজান ধলা মহিলা কল্য্যাণ সমিতি,দিশারী মহিলা কল্যাণ সমিতির স্টল পরিদর্শন করেন। আয়োজক সূত্র জানায়,শনিবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply