Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » আইপিএল থেকে ছিটকে গেলেন দুই নাইট খেলোয়াড়




কলকাতা: দ্বাদশ আইপিএল শুরুর আগেই নাইটশিবিরে ধাক্কা! চোটের কারণে ২০১৯ আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআর-এর দুই পেসার৷ প্রতিশ্রুতিময় দুই তরুণ কমলেশ নাগরকোটি ও শিভম মাভিকে আসন্ন আইপিএলে পাবে না কিং খানের দল৷ আরও পড়ুন: আইপিএলে নতুন ভূমিকায় মহারাজ বৃহস্পতিবার এই দুই তরুণ ক্রিকেটারকে না-পাওয়ার কথা জানানো হয় নাইটদের তরফে৷ নাগরকোটির পরিবর্তে সন্দীপ ওয়ারিয়ারকে সই করিয়েছে কেকেআর৷ কেরলের এই পেসার গত তিন বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে থাকলেও কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি৷ এবাবের নিলামেও অবিক্রিত ছিলেন কেরলের এই তরুণ পেসার৷ কিন্তু ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মের জন্য ওয়ারিয়ারকে দলে নিল নাইট থিঙ্কট্যাঙ্ক৷ চলতি মরশুমে প্রথমশ্রেণির ক্রিকেটে ৪৪টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে৷ গত বছরও চোটের কারণে শেষ মুহূর্তে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন নাগরকোটি৷ কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকার জয়ী ভারতীয় দলের এই প্রতিশ্রুতিময় পেসারের প্রতি আস্থা দেখিয়ে এবারও থাকে ধরে রেখেছিল কেকেআর৷ বেঙ্গালুরুতে বোর্ডের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাবে রয়েছেন নাগরকোটি৷ জানা গিয়েছে তাঁর ফুট ইনজুরি থেকে পুরোপুরি ফিট হতে আরও দু-তিন মাস সময় লাগবে৷ সুতরাং আসন্ন আইপিএলে খেলা সম্ভব হচ্ছে রাজস্থানের বছর উনিশের এই পেসারের৷ আইপিএল শুরুর ৯ দিন আগে টুর্নামেন্ট থেকে দুই পেসার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে নাইটশিবির৷ নাগরকোটি গত আইপিএল না-খেললেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন মাভি৷ ভালো পারফর্ম করে নজরও খেলেছিলেন উত্তরপ্রদেশের এই ডানহাতি পেসার৷ কিন্তু পিঠের ব্যাথ্যার কারণে ২০১৯ আইপিএল থেকে ছিটকে গেলেন মাভি৷ চোটের কারণে প্রায় ছ’ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে৷ দ্বাদশ আইপিএল শুরু হচ্ছে ২৩ মার্চ৷ তবে কেকেআর-এ প্রথম ম্যাচ ২৪ মার্চ৷ নাইটদের প্রথম প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ৷ এ কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইটরা৷ দলের তারকা খেলোয়াড়রা এখনও দলের সঙ্গে যোগ না-দিলেও সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছেন রবীন উত্থাপ্পা, শুভমন গিলরা৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply