Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ডেরায় এসে নাইট বধ সুপার কিংসের, হারের হ্যাটট্রিক কলকাতার




দিল্লির পর চেন্নাইয়ের বিরুদ্ধেও ঘরের মাঠে বদলা নিতে ব্যর্থ নাইটরা। চিপকে ৭ উইকেটে হারের পর রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে নাইটদের ৫ উইকেটে হারিয়ে দুরন্ত জয় তুলে নিল সুপার কিংস। ১৬২ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে নাটকীয় জয় তুলে নেয় ধোনি অ্যান্ড কোম্পানি। এদিন ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ১৬১ রান তোলে নাইটরা। মারমুখী লিন করেন ৫১ বলে ৮২ রান। লিন ছাড়া আর কোনও নাইট ব্যাটসম্যান সেভাবে সফল না হতে পারায় বড় রানের প্রত্যাশা জাগিয়েও ১৬১ রানে থেমে যেতে হয় নাইটদের। সুপার কিংসের হয়ে ২৭ রানে ৪ উইকেট তুলে নেন দুরন্ত তাহির। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ডু’প্লেসি ভালো শুরু করলেও দীর্ঘস্থায়ী হতে পারেননি। তিন নম্বরে নেমে এদিন ইয়েলো ব্রিগেডকে ব্যাট হাতে ভরসা জোগান রায়না। এদিন টুর্নামেন্টের প্রথম অর্ধশতরান আসে রায়নার ব্যাট থেকে। সফল হতে পারেননি ধোনিও। নাইট বোলারদের দুরন্ত প্রচেষ্টা সত্ত্বেও শেষ অবধি রায়না-জাদেজার অবিভক্ত ৪১ রানের পার্টনারশিপে ভর করে ম্যাচ পকেটে পুড়ে নেয় চেন্নাই। বল হাতে ১৯ রানে ২ উইকেট নেন নারিন। তবে সবকিছুকে ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শেষদিকে জাদেজার ১৭ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। ৪২ বলে ৫৮ রানে নট-আউট থাকেন রায়নাও। সবমিলিয়ে ডেরায় এসে নাইট বধ করে লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল সিএসকে। টুর্নামেন্টে এটি তাদের টানা চতুর্থ জয়। অন্যদিকে টুর্নামেন্টে হারের হ্যাটট্রিক নাইটদের। ১৬২ রান তাড়া করে ২ বল বাকি থাকতেই থ্রিলার জয় তুলে নিল চেন্নাই ১৭ বলে ম্যাচ জেতানো ৩১ রানের ইনিংস জাদেজার। অন্যদিকে ৪২ বলে ৫৮ রানে অপরাজিত থাকলেন রায়না দুরন্ত রায়না-জাদেজার ব্যাটে ভর করে ৫ উইকেটে জয় নিশ্চিত করল চেন্নাই ১৯তম ওভারে ১৬ রান নিয়ে ম্যাচ চেন্নাইয়ের অনুকূলে এনে দিলেন জাদেজা। শেষ ওভারে চেন্নাইয়ের চাই ৮ রান গার্নের ওভারে টানা ৩টি বাউন্ডারি হাঁকালেন জাদেজা। ৮ বলে চেন্নাইয়ের চাই ১১ রান জয়ের জন্য ১২ বলে ২৪ রান দরকার চেন্নাইয়ের। ক্রিজে রায়নার সঙ্গী জাদেজা উত্তেজক থ্রিলারের দিকে এগোচ্ছে কলকাতা-চেন্নাই ম্যাচ ১৮ তম ওভারে আক্রমণে নারিন ১৭ ওভার শেষে চেন্নাই ৫ উইকেট হারিয়ে ১৩০। ১৮ বলে জয়ের জন্য চাই ৩২ ৩৬ বলে টুর্নামেন্টে প্রথম অর্ধশতরান পুর্ণ করলেন রায়না ১৬ ওভার শেষে সিএসকে ১২১/৫ দুর্দান্ত ওভার কেকেআরের জন্য। মাত্র ১ রান খরচ করে ধোনির উইকেট তুলে নিলেন তিনি ধোনির উইকেট হারাল চেন্নাই। আশার আলো নাইট শিবিরে। ফেরালেন নারিন ১৫ ওভার শেষে চেন্নাই ১২০/৪। ৩০ বলে ধোনিদের জয়ের জন্য চাই ৪২ রান ১৪ তম ওভারেও ১৩ রান এল চেন্নাইয়ের ঝুলিতে। স্কোর ১০৯/৪ সফল ওভার চেন্নাইয়ের জন্য। কুলদীপের ওভার থেকে ১৩ রান নিলেন ধোনি-রায়না। স্কোর ৯৬/৪ জয়ের জন্য ৪৮ বলে ৭৯ দরকার চেন্নাইয়ের। ক্রিজে ভরসা রায়না-ধোনি জুটি ১২ ওভার শেষে সিএসকে ৮৩/৪ আরও একটি সফল ওভার কেকেআরের জন্য। ১টি উইকেটের পাশাপাশি মাত্র ১ রান খরচ করলেন চাওলা। চতুর্থ উইকেট হারাল চেন্নাই। দ্বিতীয় ওভারের প্রথম বলে যাদবকে ফেরালেন চাওলা ২০ (১২) একাদশ ওভারে ১১ রান চেন্নাইয়ের খাতায়। স্কোর ৮১/৩ প্রথম ১০ ওভার শেষে চেন্নাই ৭০/৩। বাকি ১০ ওভারে জয়ের জন্য দরকার ৯২ চতুর্থ ও পঞ্চম বলে চাওলাকে সীমানার বাইরে পাঠালেন যাদব ক্রিজে নামলেন কেদার যাদব আক্রমণে এসে প্রথম বলে এবার উইকেট তুলে নিলেন পীষূষ চাওলা। কভারে উথাপ্পার হাতে ক্যাচ দিয়ে ৫ রানে ফিরলেন রায়ডু। তৃতীয় উইকেটের পতন সিএসকে’র প্রথম ওভারে ৪ রান খরচ করলেন কুলদীপ। সিএসকে’র স্কোর ৯ ওভার শেষে ৬১/২ আক্রমণে এলেন ‘চায়নাম্যান’ কুলদীপ অষ্টম ওভারে চেন্নাইয়ের ঝুলিতে ১০ রান। স্কোর ৫৭/২ সপ্তম ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেট খুঁইয়ে ৪৭ উইকেট মেডেন। দুর্দান্ত ষষ্ঠ ওভার কেকেআরের জন্য। সিএসকে পাওয়ার প্লে’র শেষে ৪৪/২ দ্বিতীয় উইকেটের পতন সিএসকে’র। আক্রমণে এসেই তৃতীয় বলে ডু’প্লেসিকে ফেরালেন নারিন। ২৪ রানে ফিরলেন প্রোটিয়া ব্যাটসম্যান সিএসকে’র স্কোর ৪৪/১ ২টি বাউন্ডারি হাঁকিয়ে পঞ্চম ওভার থেকে ৮ রান সংগ্রহ রায়নার। চতুর্থ ওভার শেষে সিএসকে ৩৬/১ রায়নার বিরুদ্ধে এলবি ডব্লুর জোরালো আবেদন। ফিল্ড আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বাঁচলেন রায়না। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওয়াটসনকে ফেরালেন হ্যারি গার্নে। সিএসকে’র প্রথম উইকেটের পতন। ৬ রানে ফিরলেন অজি ওপেনার তিন ওভার শেষ সিএসকে বিনা উইকেটে ২৯ তৃতীয় ওভারে রাসেলকে টানা ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ১৬ রান সংগ্রহ করলেন ডু’প্লেসি তৃতীয় ওভারে বল হাতে আক্রমণে আন্দ্রে রাসেল। দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ বলে বাউন্ডারি হজম করলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার প্রথম ওভার শেষে চেন্নাই বিনা উইকেটে ১০ ১৬২ রান তাড়া করতে ক্রিজে চেন্নাইয়ের দুই ওপেনার শেন ওয়াটসন ও ডু’প্লেসি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply