Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সুদানের সামরিক পরিষদের নয়া প্রধানের প্রতি সৌদি আরবের সমর্থন ঘোষণা




সুদানের অন্তর্বর্তী সামরিক পরিষদের প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার। দেশটির দীর্ঘকালীন সময়ের প্রেসিডেন্ট ওমর আল বশির এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর রিয়াদ এ সমর্থন ব্যক্ত করলো। সৌদি সরকার এক বিবৃতিতে বলেছে, "সুদানি জনগণের জীবন এবং সম্পদের সুরক্ষা দেয়ার লক্ষ্যে পরিষদ যেসব পদক্ষেপ নেয়ার কথা ঘোষণা করেছে তার প্রতি সমর্থন আমাদের সমর্থন আছে। আমরা সুদানি জনগণের পাশে আছি। আমরা দৃঢ় আশাবাদী যে, পরিষদ যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে ভ্রাতৃপ্রতিম দেশ সুদানে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে।" গতকাল শনিবার রাতে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এ খবর দিয়েছে। এছাড়া সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সুদানি জনগণের জন্য গম, জ্বালানী পণ্য এবং ওষুধসহ মানবিক ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে রিয়াদ। কয়েক মাস ধরে প্রচণ্ড বিক্ষোভ চলার পর ১৯৮৯ সাল থেকে সুদান শাসন করে আসা প্রেসিডেন্ট ওমর আল-বাশির এক সামরিক অভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হন। দেশটির সামরিক বাহিনী দুই বছরের জন্য একটি অন্তবর্তীকালীন সামরিক পরিষদ গঠন করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত গতকাল শনিবার সুদানের অন্তর্বর্তী সামরিক পরিষদের নয়া প্রধান লে. জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান আব্দুররহমানের প্রতি সমর্থন জানিয়েছে।#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply