Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » রানীর দেশে ট্রাম্পের আচরণে বিতর্ক, সমালোচনার ঝড় ট্যুইটারে




লন্ডন: ডোনাল্ড ট্রাম্প ও বিতর্ক৷ যেন সমার্থক শব্দ৷ লন্ডনের মেয়রের সুবাদে ব্রিটেন সফরের শুরু থেকেই থবরের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট৷ একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর কার্যকলাপ৷ যা ঘিরে রানীর দেশে গেল গেল রব৷ দিন তিনেকের সফরে গত রবিবার থেকে লন্ডনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ সঙ্গে স্ত্রী মিলানিয়া৷ এই সফরেই ট্রাম্প দেখা করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেত ও তাঁর পরিবারের সঙ্গে৷ সেই সাক্ষাতেই রানীর সঙ্গে করমর্দন করতে দেখা যায় প্রেসিডেন্টকে৷ ছবিতে ফুটে ওঠে বিশ্বের শক্তিধর রাষ্টের রাষ্ট্রনায়ক ও ঐতিহ্যে ভরপুর রাজ পরিবারের প্রধানকে হাসিমুখে৷ কিন্তু তাতে কী? বিতর্ক রানী-ট্রাম্পের করমর্দন ঘিরেই৷ ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, রানীর সঙ্গে করমর্দনের বদলে ট্রাম্প তাঁকে মিষ্ঠিবদ্ধ হাত এগিয়ে দিয়েছেন৷ রানী অবশ্য তাতে হতচকিত নন৷ উলটে হাসি মুখেই দাঁড়িয়ে তিনি৷ যা ঘিরে ইংরেজদের নানা বাঁকা কথা৷ অনেকেই বলছেন ব্রিটেনের রানী বলে কথা! তাঁর সঙ্গেই কিনা এহেন মসকরা৷ এতো এতিহ্যে আঘাত৷ তরজা ট্যুইটারে৷ পরে অবশ্য জানা যায় ক্যামেরার কারসাজিতেই সেই ছবি প্রকাশ্যে৷ রানীর সঙ্গে নিয়ম মেনেই করমর্দন করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ এতেই শেষ নয়৷ বিতর্ক দানা বেঁধেছে ট্রাম্পের আরও একটি আচরণ ঘিরে৷ রাজপ্রাসাদে ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভাষণ দিচ্ছিলেন রানী৷ ট্রাম্প ও আমেরিকার সমন্ধে ভাল কথা বসতেই আপ্লুত হয়ে পড়েন প্রেসিডেন্ট৷ পরে বর্ষিয়ান রানীর পিঠে হাত দিয়ে এগিয়ে নিয়ে যান তাঁকে৷ আপাত নীরিহ এই বিষয়কে কেন্দ্র করেও নানা ট্যুইট৷ আরও পড়ুন: আমেরিকার চাপ উপেক্ষা করেই এস-৪০০ মিসাইল সিস্টেম কিনবেন এরদোগান অনেকেই সেই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলেছেন এতো রয়্যাল প্রটোকল ভাঙা হল৷ রানী নিশ্চই বিব্রত বোধ করেছেন৷ প্রটোকল অনুযায়ী রাজপরিবারে কোনও সদস্যের গায়েই হাত দেওয়া নিষিদ্ধ৷ তবে আজ রানী থাকলেও রাজ্যপাট ফিকে৷ তাই যাদের নিয়ে এত ঘটনা তারা অবশ্য এসবে থোড়াই কেয়ার৷ উলটে রাজপরিবার সূত্রে জানা গিয়েছে ট্রাম্প ও মেলিনার প্রশংসাই করেছেন রানী দ্বিতীয় এলিজাবেত৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply