Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পুরান ঢাকা পুনর্গঠন কবে হবে?




পুরান ঢাকা পুনর্গঠন কবে হবে? নিমতলী থেকে শুরু করে চুড়িরহাট্টা। রাজধানীর পুরান ঢাকা রীতিমতো মৃত্যুফাঁদ। অধিক সংখ্যক জীবনহানির পরে বারবার উঠে এসেছে এর সরু গলির প্রসঙ্গ। সরকার প্রধানের নির্দেশনা সত্ত্বেও অগ্রগতি নেই গলি প্রশস্তের। জমির মালিকরা আস্থা রাখতে পারছেন না সেবাদানকারী সংস্থার উপর। কর্তৃপক্ষের অভিযোগ, জায়গা ছাড়তে রাজি নয় এলাকাবাসী। বুড়িগঙ্গার তীরে পুরান ঢাকা কয়েকশ বছর ধরে গড়ে উঠেছে বাণিজ্যিক এলাকা হিসেবে। অপরিকল্পিত নগরায়নের স্রোতে আসা বাড়তি মানুষের চাপ তাকে করেছে অসহায়। বহু আগেই বসবাসের অযোগ্য অংশে পরিণত হয়েছে পুরান ঢাকা। স্থানীয়রা বলছেন, গলির মধ্যে মধ্যে আসলে যাওয়া আসা করাটা খুব কষ্টকর। কারণ পাশাপাশি দুইটা রিকশা চলে না। রাস্তাঘাট যেন বড় করা হয়। স্বাধীনতার পরেও দেশের ঐতিহ্যবাহী শহরকে ঘিরে নেয়া হয়নি কার্যকরী কোনো পরিকল্পনা। পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, অপরিকল্পিত যায়গায় পরিকল্পিত করার জন্য টোটালি নতুন করে ভেঙ্গে আবার করতে হবে। আর সেটি হতে হবে যৌথ; প্রাইভেট-পাবলিক পার্টারশিপের মধ্যে। জনগণ দেয় সম্পত্তি আর সরকার দেয় উন্নয়ন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply