Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ঈদে ২৬১ সিনেমা হলে মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র




সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বুধবার। দিনটিকে রাঙাতে সকাল থেকেই এক শ্রেণির মানুষ সিনেমা হলে ভিড় করে। মুক্তি পায় বড় বাজেটের চলচ্চিত্র। এবার ঈদে ২৬১ সিনেমা হলে মুক্তি পাচ্ছে তিনটি চলচ্চিত্র। শাকিব খানের নিজের প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’ মুক্তি পেয়েছে ১৭৭টি সিনেমা হলে। অনন্য মামুনের গল্প নির্ভর চলচ্চিত্র ‘আবার বসন্ত’ মুক্তি পেয়েছে সাতটি সিনেমা হলে, সাকিব সনেট প্রযোজিত ‘নোলক’ ছবিটি মুক্তি পেয়েছে ৭৭টি সিনেমা হলে। অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়েই ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুঁজতে থাকে ডন। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যের এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ। ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও বন্ধু মোহাম্মদ ইকবাল। পরিচালনা করেছেন মালেক আফসারী। দেশের ১৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। একজন বাবার একাকিত্বের গল্প নিয়ে চলচ্চিত্র ‘আবার বসন্ত’। ৬৫ বছরের লোকটির সাথে ভালোবাসায় জড়িয়ে পড়ে ২৫ বছরের একটি মেয়ে। গল্পনির্ভর এই চলচ্চিত্রটি রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ড ও সিনেপ্লেক্সগুলোতে ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, স্পর্শীয়া, আনন্দ খালেদ, ইমতুসহ অনেকে। অনন্য মামুন বলেন ,’টার্গেট সিনেপ্লেক্সে হলেও ছবির প্রিমিয়ারের পর অন্য সিনেমা হলমালিকরা আগ্রহ দেখানোর পর সাভারের সেনা অডিটরিয়াম ও ময়মনসিংহে পূরবী সিনেমা হলে ছবিটি মুক্তি দিচ্ছি। সিনেপ্লেক্সসহ মোট সাতটি হলে ছবিটি মুক্তি পাচ্ছে। একসঙ্গে অনেক সিনেমা হলে মুক্তি দেওয়ার ইচ্ছে আমার নেই। এই ছবিটি আগামী ছয় মাস ধরে দর্শক দেখবেন বলে আমি আশা করি। পারিবারিক আবেগ ও বন্ধনের ছবি ‘নোলক’। দুই পরিবারের দ্বন্দ্ব আর পারিবারিক ঐতিহ্য ‘নোলক’ ছবির মূল গল্প। এই ছবিতে শাকিব খানের সাথে জুটি বেঁধেছেন নায়িকা ববি। ছবিটি প্রযোজক সাকিব সনেট। ফেরারি ফরহাদের লেখা এ কাহিনীর ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। দেশের ৭১টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। ২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুরু হয় ‘নোলক’ ছবির শুটিং। শুরুতে ‘নোলক’-এর পরিচালক ছিলেন নাট্যনির্মাতা রাশেদ রাহা। কিন্তু সিনেমার শুটিংয়ের মাঝপথে পরিচালক ও প্রযোজকের মধ্যে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে পরিচালক রাশেদ রাহাকে বাদ দিয়েই সিনেমার শুটিং শেষ করেন প্রযোজক সাকিব সনেট। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপী এন্টারটেইনমেন্ট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply