মাদারীপুরে সন্তানের দুধ আনতে বলায়, স্ত্রীর গায়ে আগুন দিল স্বামী
মাদারীপুরে সন্তানের জন্য দুধ কিনতে বলায় দিয়াশলাই দিয়ে স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়েরের পর পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী নাসির ফকির।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শিবচরের বাঁশকান্দির রাতে স্বামী নাসিরকে দুধ আনতে বলে খালিদা। পরে দুধ না নিয়েই ঘরে ফেরে নাসির, এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খাদিজা রাতে ঘুমিয়ে পড়লে দিয়াশলাই দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় নাসির। খাদিজার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে নাসির পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আগুন নিভিয়ে আহত অবস্থায় খাদিজাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী নাসির।
শিবচর থানার ওসি (অপারেশন) মো. আনোয়ার হোসেন জানান, গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে।
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস জানান, আহত ওই গৃহবধূকে চিকিৎসা দেয়া হয়েছে। তার শরীরের পেট ও বুকে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে।
Tag: Zilla News

No comments: