Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ট্রাম্পের সমালোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার




যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী নারী ফুটবলারদের সম্ভাব্য হোয়াইট হাউজ পরিদর্শন নিয়ে বিতর্কের সূত্র ধরে ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ফুটবালর মেগান র‌্যাপিনো। ট্রাম্পের উদ্দেশে দেয়া এক অনমনীয় বার্তায় সহ-অধিনায়ক মেগান বলেছেন, আপনার বার্তায় আমাকে বাদ দিয়েছেন। আপনি আমাকে বাদ দিচ্ছেন, আপনি আমার মতো মানুষদের বাদ দিচ্ছেন, আপনি রঙিন মানুষদের বাদ দিচ্ছেন, আপনি সেইসব আমেরিকানদের বাদ দিচ্ছেন যারা আপনাকে সমর্থন করে। এর আগে মেগান বলেছিলেন, বিশ্বকাপ জিতলেও তারা হোয়াইট হাউজে যাবে না। সেসময় হোয়াইট হাউজ নিয়ে একটি খারাপ শব্দও উচ্চারণ করেন তিনি। তার ওই কথার জবাবে ট্রাম্প বলেন, বিশ্বকাপ জিতুক বা না জিতুক আমরা মেগান বা নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানাবো না। এর চেয়ে বরং জাতীয় বাস্কেটবল দলকে আমন্ত্রণ জানাবো। আমিও নারী ফুটবল দলের বড় সমর্থক, কিন্তু কথা বলার আগে মেগান বিশ্বকাপ জিতে দেখাতে হবে। বি তার এই বক্তবের কড়া জবাব দেন সমকামী এবং জাতিগত ও লিঙ্গ সমতার পক্ষে জোর গলায় কথা বলা মেগান র‌্যাপিনো। গত রোববার রেকর্ড চারবার বিশ্বকাপ জেতার পর পুরুষ এবং নারী দলকে সমান বেতন দেয়ার আহ্বান জানিয়েছেন মেগান। ট্রাম্প সেসময় বলেন, আমরা মেগান বা তার দলকে আমন্ত্রণ জানাইনি, কিন্তু তারা জিতুক বা হারুক আমি এখন তাদের আমন্ত্রণ জানাচ্ছি। মেগান কখনোই আমাদের দেশকে, হোয়াইট হাউস বা পতাকাকে অসম্মান করতে পারেন না। আপনি যে পতাকা গায়ে জড়ান তার জন্য গর্ববোধ করুন। যুক্তরাষ্ট্র ভালো করছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, রোববার বিশ্বকাপ জয়ের পরই ট্রাম্পের সুর পাল্টে যায়। তিনি বলেন, আমরা এটা ভাবতেই পারিনি, আমরা বিষয়টি দেখবো। কিন্তু মেগান হোয়াইট হাউজে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখান করে সমালোচনা করেন। বুধবার মেগান বলেন, কংগ্রেস পরিদর্শন করে সেখানে জয় উৎসব করার জন্য আমরা কংগ্রেসের নারী সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করটেসসহ অন্যদের আমন্ত্রণ পেয়েছি। যদিও মেগানকে তার বক্তব্যের জন্য সমালোচনাও সহ্য করতে হচ্ছে। কিন্তু সিদ্ধান্ত বদলে হোয়াইট হাউজে যাওয়ার জন্যও অনেকে তার পাশে দাঁড়িয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply