বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই যুবকের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতের দিকে তারা মারা যান।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুর জেলার কাউখালি উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।
হাসপাতালে পরিচালক ডা: বাকির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, আসলাম খান গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের তিন নম্বর ইউনিটে ভর্তি হন। পরে ভোররাত সোয়া তিনটার দিকে মারা যান। অপরদিকে সোহেল সোমবার দিনগত রাত দেড়টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের তিন নম্বর ইউনিটে ভর্তি হন। ভোররাত পৌনে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে আজ মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২৪ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নয়জন মহিলা ও ১৫ জন পুরুষ রয়েছেন।
Tag: Zilla News

No comments: