গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সীতাইকুন্ড খাল থেকে সাহেব আলী (৮০) এবং হাফিজ তারুকদার (৪০) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সীতাইকুন্ড খাল থেকে সাহেব আলী-এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাহেব আলী সীতাইকুন্ড গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।
অন্যদিকে, একই গ্রামের বাসিন্দা হাফিজ তালুকদার পানিতে পড়ে গিয়ে মারা গেছে। সে আজ মঙ্গলবার সকালে সীতাইকুন্ডু খালে মাছ ধরতে গিয়েছিল। নৌকা তেকে পড়ে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করলেও তাকে বাঁচাতে পারেনি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ লুৎফর রহমান জানান, স্থানীয়রা সীতাইকুন্ড ব্রীজের নীচের খালে সাহেব আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সাহেব আলী ভিক্ষাবৃত্তি করতেন।
তিনি আরো বলেন, পানিতে পড়ে গিয়ে মারা যাওয়া হাফিজ তালুকদার একজন মৃগী রোগী ছিল। তার সাথের লোকজন তাকে বাঁচাতে গিয়েও বাঁচাতে পারেনি। লাশ ২টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সীতাইকুন্ড খাল থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
Tag: Zilla News

No comments: