স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালে আশাশুনি উপজেলার গোয়লডাঙা এলাকার বিজন মন্ডলের সঙ্গে ফকরাবাদ এলাকার কঙ্কাবতীর বিয়ে হয়। বিয়ের কয়েকবছর পর প্রতিবেশী দীপক মন্ডলে স্ত্রীর সাথে বিজনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে কাঙ্কাবতী ও বিজনের কলহ হয়। এরই জেরে ২০১৭ সালের ১০ জুন রাতে বিজন তার স্ত্রীকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বিজনসহ বেশ কয়েকজনের নামে আশাশুনি থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযুক্ত স্বামী বিজনকে মৃত্যুদণ্ড দেন বিচারক।
Tag: others

No comments: