সীমান্ত পরিদর্শনে ভারত-বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি
ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার সীমান্ত পিলার নির্মাণ, পূর্ণ নির্মাণ ও মেরামতের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানার পিলার পরিদর্শন করেছেন ভারত ও বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক পর্যায়ের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টায় ভারতের দক্ষিণ দিনাজপুর (ভারত) হিলি সীমান্তের চেকপোস্ট পিলার নং ২৮৫/১১ এস হইতে মেইন পিলার নং ২৮৬ যৌথভাবে পরিদর্শন করেন।
সীমান্ত পিলার পরিদর্শনে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলাম ৭ সদস্য প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। ভারতের জরিপ অধিদপ্তর পশ্চিমবঙ্গের ডি এলআরএস মহাপরিচালক অরবিন্দ্র সিং এর তাদের ৫ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলাম জানান, তারা দু’দেশের প্রতিনিধিদল ২৭ জুলাই বাংলাবান্দা সীমান্ত থেকে ৪৪৫/৪ সাব আন্তর্জাতিক সীমানা পিলার পরিদর্শনের মধ্যদিয়ে যৌথ পরিদর্শন কার্যক্রম শুরু করেন এবং হিলি স্থলবন্দরের আন্তর্জাতিক সীমানা পিলার ২৮৫/ ১১ সাবপিলার পরিদর্শনের মধ্যে দিয়ে তাদের পরিদর্শন কার্যক্রম শেষ করেন।
হিলি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পরিদর্শনকালে বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল রাসেদ মোহাম্মদ আনিছুল হক সহ বিজিবি, বিএসএফ, পুলিশ উপস্থিত ছিলেন।
Tag: others

No comments: