Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কৎ বেল




কৎ বেল এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। তথসূত্রবিহীন বিষয়বস্তুসমূহ পরিবর্তন করা হতে পারে এবং অপসারণ করাও হতে পারে। (মার্চ ২০১০) Limonia acidissima Wood-apple কদবেল বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ: Plantae (শ্রেণীবিহীন): Angiosperms (শ্রেণীবিহীন): Eudicots (শ্রেণীবিহীন): Rosids বর্গ: Sapindales পরিবার: Rutaceae উপপরিবার: Aurantioideae গোত্র: Citreae গণ: Limonia L. প্রজাতি: L. acidissima দ্বিপদী নাম Limonia acidissima L. গাছে পাকা কৎ বেল কৎবেল বা 'কদবেল' এক ধরনের ফল। এর খোলস শক্ত ও বেলের মত খসখসে। গাছ ২০-৫০ ফুট উঁচু হয়। কাঠ শক্ত ও পাতা ঝরা বৃক্ষ। পাতা কামিনি ফুলের পাতার মত। পত্রদন্ডের ২ দিকে ৫-৭ পাতা থাকে। ২-৫ইঞ্চি ব্যাস বিশিষ্ট টেনিস বলের আকারের কৎবেল টক স্বাদের ফল। গাছে ছোট কাঁটা থাকে। আগস্ট-নভেম্বর মাসে ফল পাকে। কাঠ শক্ত; ঘরবাড়ি তৈরিতে ব্যবহার করা যায়। সংস্কৃত ভাষায় এর নাম কপিত্থ। সাদা রঙের ফুল হয়। পাকা কতবেলে পর্যাপ্ত পরিমাণে থাকে প্রোটিন, শর্করা, ফ্যাট, ক্যালসিয়াম , ভিটামিন বি ও সি। লঙ্কা,লবন ও চিনি দিয়ে মেখে সুস্বাদু আচার বানিয়ে খাওয়া হয়। প্রতি একশো গ্রাম মন্ডে ৪৯ ক্যালোরি শক্তি বিদ্যমান। Coth bael.jpg বৈজ্ঞানিক নাম: Feronia Limonia Swingle. পরিবার: Rutaceae ইংরেজি নাম: Elephant Apple/Monkey fruit ঔষধিগুণ ফল, পাতা, ছাল ও শাঁস ঔষধি হিসেবে ব্যবহার হয়।[তথ্যসূত্র প্রয়োজন] পিত্ত পাথুরিতে কচি পাতার রস ব্যবহার হয়[তথ্যসূত্র প্রয়োজন]। শাঁস কাশি, সর্দি, হাঁপানি, ও যক্ষ্মা রোগের উপকার হয়[তথ্যসূত্র প্রয়োজন]। উদ্দীপক, মূত্রবর্ধক, বলকারক ও যৌনশক্তি বর্ধক গুণ রয়েছে[তথ্যসূত্র প্রয়োজন]। ফলের বীজ হৃদরোগ নিরাময় করে[তথ্যসূত্র প্রয়োজন]। মাড়ী ও গলার ঘায়ে ব্যবহৃত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply