সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দাদার কারাদণ্ড
সিরাজগঞ্জ পৌর এলাকায় এক শিশু ধর্ষণ মামলায় আবদুস সাত্তার (৭০) নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আবদুস সাত্তারের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লায়। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর স্পেশাল পিপি শেখ আবদুল হামিদ লাবলু এসব তথ্য জানান।
মামলায় বলা হয়, সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লায় আবদুস সাত্তার তাঁর ছেলে আবদুল খালেকের পরিবারের সঙ্গে এক বাড়িতে থাকতেন। ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে আবদুস সাত্তার তাঁর নাতনিকে (৫) নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি কান্নাকাটি করে তার দাদার ঘর থেকে বেরিয়ে এসে ঘটনাটি মাকে বলে। শিশুটির মা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে শিশুটির শারীরিক পরীক্ষা করে মেডিকেল বোর্ড শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ মঙ্গলবার এ রায় দেন আদালত
Tag: Zilla News

No comments: