Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শক্তিশালী হ্যারিকেন 'ব্যারি'




যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হ্যারিকেন 'ব্যারি'। স্থানীয় সময় শনিবার দুপুরে হ্যারিকেনটি আঘাত হানে। ঝড়টির কারণে সেখানে এখনও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বেড়েছে মিসিসিপি নদীর পানি। এতে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ব্যারি। কয়েকদিন ধরে মেক্সিকো উপসাগরে অবস্থান শেষে দুর্বল হয়ে ব্যারি এক মাত্রার ঝড়ে পরিণত হয়। লুইজিয়ানায় আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১১৫ কিলোমিটার। তবে ঝড়ের প্রভাবে তীব্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেখানে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। একজন বলেন, 'আমি মাঝে মাঝেই ঘুরতে চলে আসি এখানে। কিন্তু ঝড়ের সময় এই প্রথম এখানে অবস্থান করছি। ঘুরতে যাওয়ার সব জায়গাই বন্ধ রয়েছে।' স্থানীয় একজন বলেন, 'প্রতিবছর ঝড় এসে আমাদের নি:স্ব করে দিয়ে যায়। দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপ নেয়া দরকার। কিন্তু এ বিষয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করতে এড়িয়ে যায় প্রশাসন।' ঝড়ের আগেই অন্তত ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বহু মানুষকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ১ লাখ মানুষ। বহু গাছপালা উপড়ে পড়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণে দফায় দফায় বৈঠক করছেন স্থানীয় মেয়র। স্থানীয় মেয়র বলেন, 'এরই মধ্যে, নদীর পানি বেড়ে গেছে। আর বেশি বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। ভূমিধসও দেখা দিতে পারে ঝড়ের প্রভাবে। আপনারা যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, অনুগ্রহ করে নিরাপদে সরে যান। কোন ঝুঁকি নিবেন না। উদ্ধারকর্মীদের সহায়তা নিন।' এর আগে ঝড়ে প্রাণহানির আশঙ্কায় লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঝড়ের প্রভাবে লুইজিয়ানা রাজ্যজুড়ে ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। নিউ অরলিন্স বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply