গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের মোহাম্মদ ওসমান (৩৫) সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি মাই টিভি গাংনী উপজেলা প্রতিনিধি ও গাংনী প্রেসক্লাবের অন্যতম সদস্য ছিলেন। আজ মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছয়টার দিকে মিরপুরে পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
তিনি বাঁশবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সাইদুর রহমানের ছেলে।
মৃত্যুকালে তিনি পিতা, দুই কন্যা সন্তান, স্ত্রী ও ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নানা গুণে গুণান্বিত সদা পরোপকারী এই ব্যক্তির অসময়ে চলে যাওয়া সকলের মনে দাগ কেটেছে।
মৌসুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে গাংনী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ শহীদ মিনারে দুপুর সাড়ে ১২ টায়।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ গ্রাম বাঁশবাড়িয়া হাই স্কুল ফুটবল মাঠে দুপুর আড়াইটায়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহ আত্মার প্রতি মাগফেরাত কামনা করেন তারা।
গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের মোহাম্মদ ওসমান (৩৫) সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে
Tag: Zilla News

No comments: