Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » স্পেন-ইতালির পথে জার্মানিও




আগামী বছরের ইউরোয় খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্পেন ও ইতালি। আগের রাতে স্পেন ৪-০ হারায় ফারো আইল্যান্ডসকে। অন্য ম্যাচে ইতালি ২-১ হারায় ফিনল্যান্ডকে। গ্রুপ এফ-এ’তে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ইতালিও একই পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রুপ জি-তে। স্পেন-ইতালির পথে হাঁটল জার্মানিও। সোমবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে বেলফাস্টে স্বাগতিক নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। উত্তর আয়ারল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে জয়ে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের ম্যাচের ঘরের মাঠে নেদারল্যান্ডসের কাছে ৪-২ গোলে হেরেছিল জার্মানরা। এদিন অবশ্য উল্টো ফর্মেই দেখা যায় তাদের। দ্বিতীয়ার্ধে গোল দুটি পায় জার্মানি। ম্যাচের ৪৮ মিনিটে দলকে এগিয়ে নেন সেন্টার-ব্যাক মার্সেল হাসটেনবার্গ। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন উইঙ্গার সের্গে জিনাব্রি। গ্রুপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চার জয়ে ১২ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় নর্দান আয়ারল্যান্ড আছে দ্বিতীয়স্থানে। একই দিন গ্রুপের অপর ম্যাচে তলানির দল এস্তোনিয়াকে ৪-০ গোলে হারানো নেদারল্যান্ডস আছে টেবিলের তৃতীয়স্থানে। লাটভিয়ায় জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করেন উইঙ্গার রায়ান বাবেল। একটি করে গোল করেন ফরোয়ার্ড মেমফিস ডিপাই ও জর্জিনিয়ো। এই জয়ে তৃতীয়স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট দাঁড়িয়েছে চার ম্যাচে ৯। এদিকে ‘আই’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে বেলজিয়াম। এই জয়ে একটি করে গোল করেছেন রোমেলু লুকাকু, টমাস ভারমেলেন, তোবি আলদেভেরেল্ড ও কেভিন ডি ব্রুইন। এই জয়ে ‘আই’ গ্রুপে জয়ের ধারা ধরে রেখেছে বেলজিয়াম। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রাশিয়া। রাতের অন্য ম্যাচে স্লোভাকিয়ার কাছে ১-২ গোলে হেরেছে হাঙ্গেরি। বেলারুশকে ১-০ গোলে হারায় গ্যারেথ বেলে ওয়েলস। এছাড়া ক্রোয়েশিয়া-আজারবাইজান ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply