Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কোহলির শতরানে ‘বিরাট’ রানের পথে ভারত




কোহলির শতরানে ‘বিরাট’ রানের পথে ভারত

পুণে: প্রথমদিন ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের শতরানের পর পুণে টেস্টের দ্বিতীয়দিন সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক বিরাট কোহলি। অর্ধশতরান পূর্ণ করলেন ডেপুটি আজিঙ্কা রাহানেও। আর কোহলি-রাহানে যুগলবন্দিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও টিম ইন্ডিয়ার রানের পাহাড়ে চড়া একপ্রকার নিশ্চিত। বৃহস্পতিবারই অধিনায়ক হিসেবে মুকুটে যোগ হয়েছে নয়া পালক। দেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ৫০তম টেস্টে নেতৃত্ব প্রদান করতে নেমে নজির গড়েছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। আর অধিনায়ক হিসেবে তাঁর মাইলস্টোন ম্যাচ শতরানেই স্মরণীয় করে রাখলেন বিরাট। ৩ উইকেটে ২৭৩ রান তুলে প্রথমদিনের খেলা শেষ করেছিল ভারতীয় দল। আর প্রথমদিন যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই দ্বিতীয়দিনের খেলা ধরলেন দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। দ্বিতীয়দিনের প্রথম সেশনে বাইশ গজে যেন রাজ করলেন অধিনায়ক ও তাঁর ডেপুটি। প্রোটিয়া বোলারদের উপর আধিপত্য রেখেই ধীরে ধীরে দলকে বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে চলেছেন তারা। প্রথমদিন ৬৩ রানে অপরাজিত কোহলি দ্বিতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতির কিছুক্ষণ আগেই পূর্ণ করেন চলতি বছরে তাঁর প্রথম টেস্ট শতরান। ভার্নন ফিল্যান্ডারকে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ২৬তম টেস্ট শতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। অধিনায়ককে যোগ্য সঙ্গত করে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রাহানেও। কোহলি-রাহানের অবিভক্ত ১৫৮ রানের পার্টনারশিপের সৌজন্যে দ্বিতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৩ উইকেটে ৩৫৬। অর্থাৎ, দুই ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটিং ক্যারিশমায় দ্বিতীয়দিনের প্রথম সেশন থেকে খালি হাতেই ফিরতে হল প্রোটিয়া বোলারদের। কেরিয়ারের ২৬তম টেস্ট শতরান পূর্ণ করার পথে ১৬টি বাউন্ডারি হাঁকান ভারত অধিনায়ক। মধ্যাহ্নভোজের বিরতিতে ১৮৩ বলে ১০৪ রানে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক। ডেপুটি রাহানে অপরাজি ৫৮ রানে। উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের প্রথমদিন গত ম্যাচে জোড়া শতরানের নায়ক রোহিত ব্যর্থ হলেও ময়াঙ্কের শতরান ভারতকে ভালো জায়গায় পৌঁছে দেয়। দ্বিতীয় উইকেটে পূজারার সঙ্গে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে দলের ভিত মজবুত করেন ময়াঙ্ক। প্রথম টেস্টের পর পুণে টেস্টেও কর্ণাটকী ব্যাটসম্যানের শতরান চালকের আসনে বসিয়ে দেই ভারতকে। ১০৮ রান করে রাবাদার বলে ডু’প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন পূজারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply