Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বন্দুকবাজের হামলাকে ঘিরে ইহুদি-বিদ্বেষ নিয়ে ফের উত্তাল জার্মানি




: হ্যালে শহরের একটি উপাসনালয়ে বন্দুকবাজের হামলাকে ঘিরে নতুন করে মাথাচাড়া দিল ইহুদি-বিদ্বেষ সংক্রান্ত সঙ্কট। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ইহুদি নেতারা। বৃহস্পতিবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভও দেখায় ইহুদিদের বেশ কয়েকটি সংগঠন। তাদের অভিযোগ, ইহুদি-বিদ্বেষের মোকাবিলায় সরকারের তরফে আজও কোনও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এখনও উপাসনালয়গুলিতে নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা। সেই সুযোগকে কাজে লাগিয়েই ইহুদিদের উপর বারবার হামলা চালাচ্ছে চরমপন্থীরা। ইহুদিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে জার্মান সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও দাবি তুলেছেন ইহুদি নেতারা। ঘটনার তীব্র নিন্দা করে এদিন বিবৃতি প্রকাশ করেছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এরই পাশাপাশি, ইহুদিদের উপাসনালয়গুলিতে নিরাপত্তা কঠোর করতে পুলিস-প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল জার্মানির হ্যাল শহরে একটি কাবাবের দোকানে হামলা চালায় বন্দুকবাজরা। ইহুদিদের উপাসনালয় সিনাগগের সামনে এই ঘটনাটি ঘটে। গুলিতে মৃত্যু হয় দু’জনের। হামলাকারীরা ইহুদিদের একটি সমাধিস্থলেও চড়াও হয়। সেখানে তারা গ্রেনেড ছুঁড়লেও সেটি ফাটেনি। জার্মানির দৈনিক পত্রিকা ‘বিল্ড’কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা সামরিক পোশাকে এসেছিল। গ্রেনেডে বিস্ফোরণ না হওয়ায় তারা একটি কাবাবের দোকানে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ইহুদিদের হত্যা করাই তাদের লক্ষ্য ছিল বলে এদিন জোরালো দাবি তুলেছেন ইহুদি নেতারা। যোশেফ শ্যুস্টার বলেছেন, ‘বুধবার ছিল ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইওম কিপুর। এমন একটি দিনে হামলার ঘটনাই প্রমাণ করে ইহুদি-বিদ্বেষ এখনও জার্মানি থেকে শেষ হয়ে যায়নি। সরকারের তরফে উপাসনালয়গুলিতে যতটা নিরাপত্তা দেওয়া উচিত ছিল, সেটাও দেওয়া হয়নি।’ ইওম কিপুর দিবস পালনে হ্যালে শহরে পুলিসি নিরাপত্তা কঠোর ছিল না বলেও অভিযোগ তুলেছেন যোশেফ। তিনি বলেছেন, ‘এই সব পবিত্র দিনে জার্মানির প্রতিটি শহরে নিরপাত্তা জোরদার করা উচিত ছিল পুলিসের। সেটা করা হয়নি হ্যালে সহ অন্যান্য শহরে। নিরাপত্তার এই ঢিলেঢালা ব্যবস্থাকেই কাজে লাগিয়েছে চরমপন্থীরা।’ এদিন হ্যালের ঘটনার প্রতিবাদে জার্মানির বিভিন্ন শহরের উপাসনালয়গুলিতে প্রতিবাদ-বিক্ষোভেও শামিল হন ইহুদিরা। তাঁরা চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। এদিকে, গ্রেপ্তার হওয়া এক বন্দুকবাজের পরিচয় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে জানা গিয়েছে, ২৭ বছরের ওই হামলাকারীর নাম স্টিফেন ব্যালিয়েট। সে কট্টর ইহুদি বিদ্বেষী। গুলি চালানোর আগে নিজেকে ইহুদি বিরোধী বলে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিল সে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই ইহুদি বিদ্বেষ সংক্রান্ত একটি ‘ইস্তাহার’ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করত স্টিফেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply