ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের টি-২০ দল ঘোষণা
indian-team
উইন্ডিজের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ইনজুরির কারণে দল থেকে ঘরের মাঠে তিন ম্যাচ টি-২০ সিরিজে ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মিডঅলর্ডার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। যদিও ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-২০ ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
আগামী ৬ ডিসেম্বর হায়দ্রাবাদে সিরিজের প্রথম টি-২০ মাঠে গড়াবে।
টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামী, ভুবনেশ্বর কুমার ও সঞ্জু স্যামসন।
Tag: Advertisement games lid news

No comments: