সবে সবে মুক্তি পেয়েছে গুড নিউজ-এর ট্রেলার। অ্য়াতরাজ, কমবখত ইসক-এর পর গুড নিউজ-এ ফের করিনা কাপুর খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অক্ষয় কুমার। যা নিয়ে খুশি বলিউড খিলাড়ি।
গুড নিউজ-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে করিনাকে নিয়ে মুখ খোলেন অক্ষয়। তিনি বলেন, বেবো-র সঙ্গে কাজ করা মানে শ্যুটিং ফ্লোরে পিকনিক করা। বেবো এমন একজন অভিনেত্রী, যিনি সব কাজে পারদর্শী। শুধু তাই নয়, বিয়ের রপর মা হয়ে যেভাবে বলিউডে জবরদস্ত কামব্যাক করেন করিনা, তা দেখে সবাই মুগ্ধ। বেবো যেন এক্ষেত্রে সবার কাছে এক অনন্য উদাহরণ বলেও মন্তব্য করেন আক্কি।
বেবো যেন জাদু-র রানি, করিনার প্রশংসায় পঞ্চমুখ অক্ষয়
Tag: Entertainment

No comments: